শেষবেলায় বজায় আমেজ, তবে বিদায় নেওয়ার পথেই শীত

Spread the love

ভোরে কুয়াশা দেখে শীতের বিদায় নিয়ে সন্দেহ জাগতে পারে মনে! কিন্তু আবহাওয়া অফিস সূত্র খবর, নতুন করে আর শীত ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বিদায় বেলাতেও উত্তুরে হাওয়ার প্রভাব কিছুটা রয়েছে। সে কারণে শীতের আমেজ আর কিছু দিন বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবারও যা ছিল, ২১.১ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনে পারদ পতন হল অনেকটাই।

অন্যদিকে, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বসন্তের আগমণে শীতের বিদায় নিশ্চিত, তবে বেলাশেষে তার আমেজ থাকবে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার ভোর-সকালের কিছু সময় কুয়াশা থাকলেও পরে তা কেটে আকাশ পরিষ্কার হবে। তবে রাজ্যে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এদিন কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ। জেলায় জেলায় ভোরে এবং রাতে শীতের আমেজ আরও কিছুদিন থাকতে পারে। আগামী কয়েক দিন তাপমাত্রায় তেমন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। প্রতিনিয়তই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। রবিবার কিন্ত কিছুটা কমেছে তাপমাত্রা।

জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা একনজরে দেখে নেওয়া যাক, আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৫.৮ ডিগ্রিতে, ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস,বহরমপুরে পারদ নেমেছে ছিল ১২.৬ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৮.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৩ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৩ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৭.৪ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে, দীঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৭.২ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১২.২ ডিগ্রি, কালিম্পঙে ৮ ডিগ্রি, কৃষ্ণনগরের ১৭ ডিগ্রি, মালদায় ১৭.৬ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৭.২ ডিগ্রিতে, পুরুলিয়ায় ১৬.৩ ডিগ্রি, সল্টলেকে ২০ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৮.২ ডিগ্রি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*