নভেম্বর শেষের পথে, কিন্তু সেই অর্থে শীতের দেখা নেই রাজ্যে। গত কয়েক দিনে তাপমাত্রা সামান্য কমলেও এখন তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে। তবে রাজ্যে জাঁকিয়ে শীত না পড়ার কারণ পশ্চিমী ঝঞ্ঝা, যা উত্তরে বাতাস ঢোকার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।
জম্মু-কাশ্মীরের উপর পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তাই উত্তরে বাতাস ঢুকতে বাধা পাচ্ছে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকালে কুয়াশা থাকছে অনেক এলাকায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে ও রাতের দিকে হালকা কুয়াশা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে।
Be the first to comment