ভূস্বর্গে শীতের দাপট বেড়েই চলেছে

Spread the love

প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। প্রতিদিনই একটু একটু করে নামছে তাপমাত্রার পারদ৷ যার জেরে দিনে দিনে বেড়ে চলেছে ঠান্ডার দাপট। কার্গিল ও শ্রীনগর সহ ভূস্বর্গের বিভিন্ন জায়গায় এখন প্রবল ঠান্ডা। মঙ্গলবার কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১০ ডিগ্রির কাছাকাছি। যা এখনও পর্যন্ত মরসুমের সবচেয়ে শীতলতম। কনকনে ঠান্ডা পড়েছে লেহ এবং লাদাখেও। লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে রবিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ হাড় কনকনে ঠাণ্ডায় এই মুহূর্তে জবুথবু অবস্থা ভূস্বর্গবাসীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*