ভোরের দিকে গা শিরশিরানি। দেখাও মিলছে না সূর্যের।সন্ধ্যা নামতেই সেই একই শীতের আমেজ। ভোরের ঠাণ্ডা ভালোই অনুভব করছে বঙ্গবাসী। শীতকে স্বাগত জানাতে তৈরি তারা। প্রশ্ন শুধু একটাই কবে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা? আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, সপ্তাহান্তেই তাপমাত্রার পারদ পতন হবে কলকাতায়। ফলে জমিয়ে হাল্কা ঠাণ্ডা ভালোই উপভোগ করতে পারবে রাজ্যবাসী।
হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত।এর প্রভাবে পশ্চিমের রাজ্যগুলিতে বৃষ্টি হলেও বঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। অর্থ্যাৎ বঙ্গে আগামী ৪-৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের ভ্রুকূটি কাটলেই সপ্তাহান্তে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর।
আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী শুক্রবার উত্তরবঙ্গের দুটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা হতে পারে। তারইমধ্যে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গের তাপমাত্রা মোটামুটির এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।
কলকাতায় বুধবার তাপমাত্রার পারদ বেশ কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Be the first to comment