শীতের শুরুতেই দোসর নিম্নচাপ। একধাক্কায় বাড়ল তিলোত্তমার তাপমাত্রা। রবিবার কলকাতায় গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পারদ ঊর্ধ্বমুখী হলেও শীঘ্রই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। তারই প্রভাব পড়ছে বাংলাতেও।
গত কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য বেড়ে হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রা বাড়ল আরও খানিকটা।আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
যদিও আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শীঘ্রই নামবে পারদ। ফের শীতের আমেজ অনুভূত হবে কলকাতা ও আশপাশের এলাকায়। সেই সঙ্গে পশ্চিম ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেই তাপমাত্রা কমবে।
রবিবার সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।তবে নিম্নচাপ কেটে গেলেই খুব তাড়াতাড়িই জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে কলকাতায় বলে জানানো হয়েছে।
Be the first to comment