পৌষের শুরুতেই শীতের ইনিংস শুরু। শনিবারের পর রবিবারও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতা রাজ্যের অনান্য জেলায়। ভোর থেকেই কনকনে হাওয়ায় জুবুথুবু রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মেঘমুক্ত থাকবে তিলোত্তমার আকাশ। সঙ্গে থাকবে উত্তুরে কনকনে হাওয়া। ফলে জাঁকিয়ে শীত উপভোহগ করবে রাজ্যবাসী। আগামী ৫ দিন তাপমাত্রার খব বেশি হেরফের হবে না। তবে বড়দিনের আগে তাপমাত্রা আরও কমবে।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। গত কয়েক দিনে জেলায় জেলায় পারদপতন অব্যাহত। কুয়াশার পুরু চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণ।
Be the first to comment