মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর শাখার উদ্যোগে সকল বয়সী মহিলাদের জন্য বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে :

Spread the love

জয়দীপ মৈত্র,বালুরঘাট :- বর্তমান সময়ে নারী ও তাদের সুরক্ষা ভীষণ ভাবে সারা ভারতবর্ষ তথা এই রাজ্যে বিরাট প্রশ্নের মুখে । ধর্ম, বর্ণ নির্বিশেষে শিশু কন্যার পাশাপাশি যে কোন বয়সের নারীদের সাথে স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, চাকুরিস্থল, এমন কি তার পারিবারিক বৃত্তের মধ্যেও যৌণ নির্যাতন, ধর্ষণ, গণ ধর্ষণ ও খুন ঘটে চলেছে। এটা সারা ভারতবর্ষ জুড়েই ঘটে চলেছে গত কয়েক মাস আগে এই রাজ্যে “আর জি কর কান্ড” অতি ভয়ঙ্কর ভাবে এক তরুণী ডাক্তার কে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, যার ফলে সারা রাজ্য তথা দেশ জুড়ে অভুতপূর্ব গণ আন্দোলন সংঘবদ্ধ হয়েছে, চারিদিকে হাজার হাজার ডাক্তার,নারী, পুরুষ, শিশু, বালক, বালিকা , কিশোর, কিশোরী রাস্তায় নেমেছে। তাই সমাজের মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশনের ( নর্থ বেঙ্গল ) ,দক্ষিণ দিনাজপুর শাখার প্রধান – প্রশিক্ষক শংকর কুমার মন্ডল এর পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তুলেছেন বালুরঘাট টাউন ক্লাব ময়দানে । বর্তমানে প্রতি রবিবার করে বিকেলে চারটে থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ২০০ এর বেশি সকল বয়সী মহিলাকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জে রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের দোতলায় প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সকল বয়সী মহিলাদের নাম নথিভুক্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে । আগামী পাঁচ বছরের প্রশিক্ষণ এর জন্য প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে।

শিহান শংকর কুমার মন্ডল ডিরেক্টর অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশন ( নর্থ বেঙ্গল ) মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষ্যে সমাজের সকল বয়সী মহিলাদের এই দুর্গা বাহিনীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছেন।

বাইট :– শিহান শংকর কুমার মন্ডল ডিরেক্টর অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শোতোকান ক্যারাটে ফেডারেশন ( নর্থ বেঙ্গল ) এবং প্রশিক্ষণার্থী মৌপ্রিয়া লাহা, বালুরঘাট

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*