কর্মবিরতি প্রত্যাহার, ২৪ ঘণ্টার মধ্যে দাবিপূরণ না হলে আমরণ অনশনে ডাক্তাররা 

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে সুবিচারের দাবি জারি রেখে প্রায় ৫৮ দিন পর অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। তবে এবার সরকারকে নিজেদের দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিলেন তাঁরা। এই মুহূর্তে তাঁদের মূল দাবি, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের অপসারণ। ধর্মতলা থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের ঘোষণা, জনতার পক্ষে থেকে কর্মবিরতি তোলা হল। তবে ২৪ ঘণ্টার মধ্যে দাবিপূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিলেন।
শুক্রবার সন্ধেবেলা তাঁদের মিছিল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বরে। সেখানে মঞ্চ বাঁধা নিয়ে পুলিশ ও জুনিয়র চিকিৎসকদের বচসায় আন্দোলনকারীদের টানাহ্যাঁচড়া করে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর পরই ধর্মতলা মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। তার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তার একাংশ। ভোগান্তির শিকার হন পথচলতি মানুষজন। এখান থেকেই অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। যদিও নিজেদের দাবি আদায়ে আন্দোলনের রাস্তা থেকে এখনই সরছেন না বলেও জানালেন আন্দোলনকারী চিকিৎসক দেবাশিস হালদার।
ধর্মতলার মিছিল থেকে দেবাশিস হালদারের বক্তব্য, ”৫৮ দিন ধরে অভয়ার সুবিচারের দাবিতে কর্মবিরতি করছি আমরা। যেসব দাবি করেছিলাম, তা সকলের নিরাপত্তার স্বার্থে। সরকার বলছে, সিসিটিভি বসানো-সহ ২৬ শতাংশ কাজ করা হয়েছে। কিন্তু আমরা তুলে নেওয়া হল। যদি কেউ মনে করেন, সরকারের কাছে নতি স্বীকার করলাম, তাহলে ভুল। আমরা জনতার পক্ষে থেকে, অভয়ার বিচারের পক্ষে থেকে এই সিদ্ধান্ত নিলাম।”
বস্তুত, আরজি কর কাণ্ডের মধ্যে অনেকেই ‘উৎসবে ফিরব না’ বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত, সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল। কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। উৎসবে ফিরেছে জনতা! মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! বিষয়টি অজানা নয় আন্দোলনরত চিকিৎসকরাও। ফলে চাপ বাড়ছিল। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বেশ বুঝতে পারছেন তাঁরাও। তারই জেরে কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে করেছেন তাঁরা। অবশেষে এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শেষে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*