রেলওয়ে থানার শৌচাগারে সন্তান প্রসব করলেন এক ভারতীয় নারী

Spread the love

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার শৌচাগারে সন্তান প্রসব করেছেন এক ভারতীয় নারী। তাঁর নাম রোকসানা আকতার (২৫)। তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ। জানা গেছে, প্রসূতি রোকসানা আকতার ভারতীয়। তার স্বামী আব্দুলের বাড়ি চাঁদপুরে। রোকসানা ভারত থেকে প্রথমে তার স্বামীর সঙ্গে যশোর আসেন। সেখানে এক আত্মীয়ের বাড়িতে তাঁরা উঠেন। এরপর যশোরে একটি ক্লিনিকে তিনি চিকিৎসা করান। গত সেমবার তিনি ও তার স্বামী আব্দুল চাঁদপুরের বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে কমলাপুর স্টেশনে আসেন। এখানে এসে রোকসানা তার স্বামীকে আর খুঁজে পাননি। পরে পুলিশের সহযোগিতা চাইলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানার বাথরুমে রাত ১২ টার সময় তিনি সন্তান প্রসব করেন। পরে রেলওয়ে পুলিশের কনস্টেবল ফজলু মিয়া মা ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে মা গাইনি ওয়ার্ডে এবং শিশুটিকে নবজাতক ইউনিটে রাখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*