
রোজদিন ডেস্ক, কলকাতা:- মধ্যমগ্রামে ট্রলিবন্দি দেহ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই ফের শহরে মিলল ট্রলিবন্দি দেহ। এবার বাগুইআটির দেশবন্ধু নগরের রাস্তায় দেখা গেল রহস্যময় ট্রলি, সেখান থেকে উদ্ধার এক যুবতীর দেহ। তাঁর মুখে সেলোটেপ লাগানো। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা এভাবে খুন করে দেহ ট্রলিবন্দি করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখে গেল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসীকে।
মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধু নগরে জঞ্জালঘেরা একটি পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে ট্রলি খুলে দেখতে পায়, ভিতরে এক যুবতীর দেহ। তার মুখে বাদামি রঙের সেলোটেপ। তাতে সন্দেহ আরও উসকে ওঠে তদন্তকারীদের। এলাকায় জিজ্ঞাসাবাদ করে জানা যায়।
বিস্তারিত আসছে…
Be the first to comment