তিন মহিলাকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছে দুই যুবক, টুইট শুভেন্দুর; বুধবারই রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের দল

Spread the love

বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। নির্বাচনের ফল প্রকাশের পর বাংলায় যে ভাবে হিংসা হচ্ছে, তার শিকার হচ্ছেন বাড়ির মেয়ে-বউরাও। যা নিয়ে উদ্বিগ্ন মহিলা কমিশন। এর পরই এই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। বুধবারই কলকাতায় আসছেন কমিশনের প্রতিনিধিরা।

সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন। যেখানে তিনজন মহিলাকে রাস্তায় ফেলে মারধর করতে দেখা যায় দুই যুবককে। এমনকী আক্রান্ত এক মহিলা তেড়ে গেলে তাঁকে রাস্তায় ফেলে বুকের উপর চড়ে বসেন এক যুবক। শুভেন্দুর দাবি, নন্দীগ্রামের কেন্দামারি গ্রামের ঘটনা এটি। বিজেপি মহিলা কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলেও লেখেন শুভেন্দু। প্রশ্ন তোলেন বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে।

সূত্রের খবর, ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে। তা দেখেই বাংলায় প্রতিনিধিদের পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতীয় মহিলা কমিশন। কমিশনের প্রধান রেখা শর্মা এ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। এরই মধ্যে খবর, বুধবার যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনই কলকাতায় আসছেন কমিশনের প্রতিনিধিরা। নেতৃত্বে থাকবেন শ্যামলা এস কুন্দর। খতিয়ে দেখবেন এই ভিডিয়োর সত্যতা কতটা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*