বন্ধ ঘর থেকে উদ্ধার ৮০ বছরের বৃদ্ধার পচাগলা দেহ! সোমবার উত্তরপ্রদেশের এই ঘটনায় পুলিশের অনুমান, খেতে না পেয়ে মারা গিয়েছেন বৃদ্ধা।
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধাকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছিল তাঁর ছেলে নিজেই। বেশ কয়েক দিন ধরে সে আসেওনি, মায়ের খোঁজও নেয়নি। খেতেও পাননি বৃদ্ধা। এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন সকলে। শাহজাহানপুরের রেলওয়ে কলোনির বাসিন্দা ওই বৃদ্ধার ঘর থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ আসতে থাকায় তাঁর প্রতিবেশীরা পুলিশে খবর দেন। তখনই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধার দেহটি উদ্ধার করে।
ছেলের এমন অমানবিকতায় স্তম্ভিত প্রতিবেশীরা। কাউকে কিছু না জানিয়েই সে মাকে ঘরে বন্ধ করে রেখে দেয় বলে অভিযোগ। অসুস্থ বৃদ্ধার দেখভালের জন্যও কাউকে কিছু বলেনি।
অভিযুক্ত ছেলে সলিল চৌধুরি রেলের কর্মচারী। ঘটনার আগে থেকেই নিখোঁজ সে। রেল সূত্রের খবর, পেশায় টিকিট কালেক্টর সলিল চৌধুরি গত দু’মাস ধরে বিনা অনুমতিতেই ছুটিতে রয়েছে। এর জন্য তাঁকে সাসপেন্ডও করা হয়েছে।
২০০৫ সালে শাহজাহানপুরে পোস্টিং হয় লখনউয়ের বাসিন্দা সলিল চৌধুরির। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃদ্ধার দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে।
Be the first to comment