মহিলাদের জন্য কী কী সুবিধার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী? জেনে নিন!

Spread the love

২০১৯ কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে শুক্রবার নির্মলা জানালেন যে প্রতিটি ক্ষেত্রে দেশের মহিলাদের অবদান অনস্বীকার্য ৷ মহিলাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করতে গিয়ে তিনি “নারী তু নারায়ণী” এই শব্দবন্ধ ব্যবহার করেন ৷ মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বনির্ভর গোষ্ঠিগুলিকে আরও অনুদান দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷ স্বনির্ভর গোষ্ঠির প্রতিটি সদস্য যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে, তারা ৫ হাজার টাকা করে পাবেন ৷ এছাড়া মুদ্রা প্রকল্পের অন্তর্ভুক্ত মহিলারা ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে ৷ মহিলা অর্থমন্ত্রী হিসেবে দেশের মহিলাদের কিছু প্রত্যাশা পূরণ করলেন নির্মলা সীতারমণ।

উল্লেখ্য, এর আগে অন্তর্বতী বাজেট পেশ করে পীযুষ গোয়েল মহিলাদের জন্য তেমন কোন সুখবর দিতে পারেননি ৷ শুধুমাত্র মাতৃত্বকালীন ছুটি ২৬ সপ্তাহ ঘোষণা করেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*