
রোজদিন ডেস্ক, কলকাতা:- এ বার থেকে যে সমস্ত জায়গায় বসে মদ খাওয়ার অনুমতি রয়েছে সেখানে কাজ করতে পারবেন মহিলারা। বৈষম্য মেটাতে বুধবার রাজ্য বিধানসভায় ‘অর্থ বিল ২০২৫’ পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তা পাশও হয় এ দিন। সেখানেই এই বিষয়টি উঠে আসে। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায়।
প্রসঙ্গত, ভিনরাজ্যে বার, রেস্তরাঁর কাউন্টারে মহিলারাও থাকেন। কিন্তু বাংলায় সেই নিয়ম এতদিন ছিল না। এবার তাতে বদল হল। বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে কর্মসংস্থানে নয়া নিয়ম চালু করা হল। এর ফলে এবার থেকে বার কাম রেস্তরাঁ, লিকার অন শপে বসার ক্ষেত্রে আর বাধা থাকছে না মহিলাদের জন্য।
এই সিদ্ধান্তের ফলে মহিলারা স্বীকৃতিপ্রাপ্ত বার, বার-সহ রেস্তোরাঁ, হোটেল, থিয়েটার কাম বার এবং যেসব জায়গায় মদ বিক্রির পাশাপাশি বসে খাওয়ার অনুমতি রয়েছে, সেখানে কাজ করার সুযোগ পাবেন। বুধবার বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “লিঙ্গ সাম্যের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি মহিলাদের জন্য কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।” এই বিল কার্যকর হলে এ ধরনের প্রতিষ্ঠানে মহিলাদের নিয়োগের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকবে না।
দ্য বেঙ্গল এক্সাইজ আইন, ১৯০৯’-এর ২৫(২) ধারায় স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, ‘অন ক্যাটেগরি’ লিকার শপে মহিলাদের নিয়োগ করা যাবে না। তবে সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক কাঠামো বদলেছে। আজ মহিলারা প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমান তালে কাজ করছেন। হোটেল ম্যানেজমেন্টের মতো কোর্সে মহিলাদের অংশগ্রহণও বেড়েছে। এই প্রেক্ষাপটে পুরনো আইন সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হল।
ওয়াকিবহাল মহলের মতে, এই সিদ্ধান্ত মহিলাদের কর্মজীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে। হোটেল ও বার শিল্পে মহিলাদের অংশগ্রহণ বাড়লে এই খাতে আরও বৈচিত্র্য ও পেশাদারিত্ব আসবে। তবে পাড়ার মোড়ের মদের দোকানের ক্ষেত্রে পুরনো নিয়মই বহাল রইল।
Be the first to comment