জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর পাথর ছোঁড়ার মোকবিলায় নামানো হচ্ছে মহিলা কমান্ডো

Spread the love

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছোঁড়ার মোকবিলায় নামানো হচ্ছে মহিলা কমান্ডো। একদিকে যেমন পাথর ছোঁড়ার ঘটনা বেড়েছে, তেমনি প্রশাসনের দুশ্চিন্তা বাড়িয়েছে ভিড়ের মধ্যে মহিলাদের উপস্থিতি। সেজন্য এবার নামানো হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা কমান্ডোদের। শুধু পাথর ছোঁড়া নয়, বিভিন্ন জঙ্গিদমন কার্যকলাপেও সমান দক্ষ এরা। রাতের অন্ধকারে অপারেশন চালানোর পাশাপাশি, যেকোনও ধরনের আগ্নেয়াস্ত্র চালাতেই সক্ষম এই কমান্ডোরা। সূত্রের খবর, আপাতত তাঁদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখা গেছে, পাথর ছোঁড়ার ঘটনায় পুরুষদের ঠেকানো সম্ভব হলেও, মহিলাদের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছিল না| সেজন্য মহিলা পাথর নিক্ষেপকারীদের বাগে আনার জন্য মহিলা কমান্ডোদের এই বিশেষ টিম তৈরি করেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| শনিবার জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে মহিলাদের কমান্ডোদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে |

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*