মহিলাদের কুর্নিশ

Spread the love

নারী দিবসে বিশেষ আন্তর্জাতিক সম্মান পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্যই আমাদের গর্বিত হওয়ার মতো ঘটনা, নারী ক্ষমতায়ণের উজ্জ্বল উদাহরণ। তেমনি ভোর ৪ টেয় উঠে মহিলা কমপার্টমেন্টের বিনা টিকিটে যাত্রীদের লড়াইও ওমেন এমপাওয়ারমেন্ট। কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার সময় যখন ট্রেনে করে যেতাম তখন ঠিক লেডিস কমপার্টমেন্টে ঢোকার মুখেই মাছের ঝুড়ি নিয়ে বসে থাকতেন। পরিহাসও করতেন অনেকে। সবাই বলতেন মেছুনি মাসি। খুব গালাগালি দিতেন এই মহিলারা। তাই রীতিমতো এড়িয়ে চলার চেষ্টা করতাম এদের। কিন্তু আজ বুঝি নিজের এবং নিজের সন্তানদের টিকিয়ে রাখার জন্য কী ভীষণ লড়াই করেন এরা। আসলে এই লেডিস কমপার্টমেন্ট হলো এমনই এক জায়গা, যেখানকার প্রতিটি কুশীলব লড়াই চালাচ্ছেন- জীবনের লড়াই। তিনি ডাক্তার হতে পারেন, তিনি স্কুল পড়ুয়া হতে পারেন অথবা উকিল বা মহিলা ফেরিওয়ালা। হতে পারেন সরকারি বা বেসরকারি অফিসের চাকুরে এই প্রতিটি পেশাকেই আলাদা করে উল্লেখ করার মতো। কারন এই মহিলারা কেউ বা সকাল ৭ টার ট্রেন ধরেন আবার কেউ রাত ১২ টার ট্রেন ধরে বাড়িতে ফেরেন। কাজের তাগিদে, অর্থ উপার্জনের তাগিদে তাদের এটা করতে হয়।

ঘরে থাকে অজস্র পিছুটান। স্বামী, সন্তানকে সময় দিতে না পারায় আত্মগ্লানিতেও ভোগেন অনেকেই। মহিলাদের এই লড়াইকে তাই স্যালুট জানাতেই হয়। অবশ্য শুধু লেডিস কমপার্টমেন্টেই বা কেন? আমাদের রাজ্য, দেশ তথা সারা বিশ্বে মহিলাদের প্রতিনিয়ত লড়াই চালাতে হয়। পুরুষরা হয়তো লড়াই করেন তবে মেয়েদের লড়াই আরও বেশী কঠিন, আরও জোরদার। শৈশব থেকে একটা বাড়ি থেকে বড় হয়ে আসার পর চলে যেতে হয় নতুন সংসারে। সম্পূর্ণ নতুন একটা জায়গা, সর্বদা অ্যাডজাস্ট করতে হয় তাকে। করতে হয় কমপ্রোমাইসও।

আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্বের সব নারীকেই আমরা জানাই কুর্নিশ। এই কথা মাথায় রেখে মহিলা ক্ষমতায়ণের বিষয়ে কিছু কোটেশন রোজদিনের পাঠকদের জন্য।  

  1. “Women, like men, should try to do the impossible. And when they fail, their failure should be a challenge to others’’.

Amelia Earhart

 

  1. “A woman is the full circle. Within her is the power to create, nurture and transform’’.     

Diane Mariechild

  1. “Every moment wasted looking back keep us from moving forward”.

     

    Hilary Clinton

     

  2. “Women’s empowerment is intertwined with respect for human rights’’.

Mahnaz Afkhami

  1. “Men must change their mind set towards women. If they are most respectful towards them, things will change at the grass-root level. It will happens slowly, but everyone has to move together”.

Madhuri Dixit (Actress)

  1. “At the end of the day, don’t forget that you are a mother, a wife, and a daughter”.

Indra Nooyi (CEO, Pepsico)

  1. “Do your best to achieve the goal. Do what makes you distinct than others. Snatch your rights by excelling in your pursuits. Do maximum for distinction in your field”.

Sania Nehwal (Badminton Player)

  1. “Another World is not only possible, she is on her way. On a quiet day, I can hear her breathing”.

Arundhuti Roy (Author)

  1. “Having a girl is a plus, not a minus”.

Sania Mirza (Tennis Player)

  1. “We realize the importance of our voices only when we are silenced”.

Malala Yousafzai

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*