গ্রামের তিন দুষ্কৃতী ধর্ষণ করেছিল এক মহিলাকে। স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ বলেছিল, ধর্ষণকারীদের থেকে টাকা নিয়ে ব্যাপারটা মিটিয়ে নাও। মহিলা থানায় অভিযোগ জানাতে গিয়েছেন শুনে দুষ্কৃতীরা ফের হানা দিল তাঁর বাড়িতে। পুনরায় ধর্ষণ করল তাঁকে। শেষে সেই ২৭ বছরের মহিলা ১২ বছরের ছেলেকে নিয়ে গায়ে আগুন দিলেন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা।
গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে কয়েকদিন থাকার পরে তাঁর মৃত্যু হল শুক্রবার সকালে। মৃত্যুর আগে তিনি জানিয়েছেন, পুলিশ তাঁর কথামতো এফআইআর নেয়নি বলেই তাঁকে দ্বিতীয়বার ধর্ষিত হতে হয়েছে।
তাঁর ছেলের অবস্থা এখন স্থিতিশীল। স্থানীয় থানার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। গ্রেফতার হয়েছে অভিযুক্তদের একজন। ওই ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে উত্তরপ্রদেশ সরকার।
শাহজাহানপুরের পুলিশ প্রধান শিবসিম্পি চানাপ্পা বলেছেন, ছমাস আগে গ্রামের তিন দুষ্কৃতী মহিলাকে ধর্ষণ করে। তাঁকে ভয় দেখিয়েছিল, কাউকে বললে ছেলেকে মেরে ফেলব। মাসখানেক আগে মহিলা স্বামীর কাছে সব খুলে বলেন। দুজনে থানায় অভিযোগ জানাতে যান। পুলিশ এফআইআর দায়ের না করে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে।
Be the first to comment