কয়েকটা শব্দের টুইট। আর সেই কয়েকটা শব্দ বাঁচিয়ে দিল কমপক্ষে ২৬জন নাবালিকাকে। মুজফফরপুর-বান্দ্রা অবধ এক্সপ্রেসে পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ।
গত ৫ জুলাই ট্রেন বসেই এক যাত্রী টুইটারে লেখেন,’মুজফফরপুর-বান্দ্রা অবধ এক্সপ্রেসে এস৫ কোচে যাত্রা করছি। দেখছি কয়েকজন নাবালিকা কাঁদছে।’ রেলের মুখপাত্র জানিয়েছেন, টুইটটি আসার পর মাঠে নেমে পড়েন বারাণসী ও লখনৌয়ের রেল আধিকারিকরা। পুলিসের পাচার দমন শাখার সঙ্গে যোগাযোগ করে গোরক্ষপুরের জিআরপি।
কপটগঞ্জে সাধারণ পোশাকে ট্রেনে ওঠেন দুজন আরপিএফ অফিসার। উদ্ধার হয় ২৬জন নাবালিকা।সকলেরই বয় ১০ থেকে ১৪ বছরের মধ্যে। দুই ব্যক্তিও তাদের সঙ্গে ছিল। তাদেরকে হেফাজতে নেয় পুলিস। শিশুসুরক্ষা কেন্দ্রে পাঠানো হয় নাবালিকাদের।
Be the first to comment