নারী দিবসের প্রয়োজনীয়তা আছে কি? কি বলছেন বিশিষ্ট মহিলারা

Spread the love

পিয়ালী ঘোষ (গৌরি), কম্পিউটার টিচার

পিয়ালী ঘোষ। হাওড়ার পেঁড়ো বনেদি বাড়ির একমাত্র মেয়ে পিয়ালী। বাড়ির আদরের নাম ছিল গৌরি। ২০০৪ সালে ২২ বছর বয়সে হাওড়া রামরাজাতলার রাজকুমার ঘোষের সাথে বিয়ে হয় গৌরির। এতদূর পর্যন্ত সবঠিক আছে। কিন্তু আজ নারী দিবসের প্রাক্কালে গৌরির বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি উভয় জায়গাতেই মেয়েরা কতটা ভোকাল সেই কথাটাই বলব আপনাদের। বাপের বাড়িতে বাবা-মা-দাদু’র আদরে বড় হয়ে উঠেছে গৌরি। কিন্তু তার জীবনে ভীষণ ভূমিকা যাঁর তিনি হলেন তার পিসি মীরা ঘোষ। স্কুল শিক্ষিকা, অবিবাহিতা এই মহিলা পরিবারের সবরকম সিদ্ধান্ত নিতেন। বলিষ্ঠ ঋজু ছিল তার কন্ঠ। প্রখর বাস্তব বুদ্ধি ছিল তাই বাড়ির সিনিয়ররাও তার মতামতকে গুরুত্ব দিতেন।

গৌরি-রাজকুমারের সাথে বিয়ের সিদ্ধান্ত এই মীরাদেবির। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিতে গৌরির বাবা-মায়ের খানিক আপত্তি ছিল কিন্তু পিসি মীরাদেবি বোঝেন পাত্র হল খাঁটি সোনা।

বাস্তবে হলও তাই। ঘোমটা পড়া, গ্রাজুয়েট পাস গৌরিকে কম্পিউটারের ABC শেখাতে শুরু করে রাজকুমার। রাজকুমার বিজ্ঞানের ছাত্র, বেলুড় পলিটেকনিক থেকে মেকানিক্যাল নিয়ে পাস করেছে। কম্পিউটারে সিদ্ধহস্ত। বাড়িতে একটি কম্পিউটার ক্লাসও চালান। গৌরি আস্তে আস্তে কম্পিউটারের বেসিক রপ্ত করে। ছোটোদের কাছে গৌরি ম্যাম খুবই জনপ্রিয়। গৌরি শুধু রাজকুমারের সহধর্মিণীই নয় কম্পিউটার সেন্টারের সহকর্মিণীও বটে। এখানেও বাধা ছিল রক্ষণশীল শ্বশুর-শাশুড়ি। বৌমাকে কাজ করতে দিতে ততটা চায়নি। কিন্তু রাজকুমার দাঁড়িয়ে ছিল গৌরির পাশে আর তাই ছোটো ছোটো ছেলেরা তো বটেই, মেয়েরাও অনেক রাত পর্যন্ত ম্যাম এর কাছে কম্পিউটার শেখে। নারীদিবস নিয়ে গৌরিকে প্রশ্ন করায় সে বলে, মেয়েরা এখনও অনেক পিছিয়ে আছে। আমার ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম, আমার বিয়ের আগে পিসি আমাকে বলিষ্ঠ চরিত্র গঠনে সাহা্য্য করেছেন আর বিয়ের পর রাজকুমার আমাকে শুধু টেকনিক্যাল শিক্ষা দিয়েছে তাই নয়, নীতি নির্বাচন করার ক্ষমতা পেয়েছি আমি। গৌরি বলেন, আমার সংসারে আমার সিদ্ধান্তই শেষ। অবশ্য শুধুই যে কম্পিউটার ক্লাস করি তা নয়, রান্না-বান্না, সন্তানকে দেখাশুনা করা, শ্বশুর-শ্বাশুড়ির সেবা, যৌথ পরিবারের দায়িত্ব পালন, এমনকি দৈনন্দিন বাজারটুকুও আনন্দের সাথে করি আমি। Ruth Bader Ginsburg এর কোটেশন দিয়েই আমরা এই লেখা শেষ করছি, “Women belong in all places where decisions are being made…. It shouldn’t be that women are the exception.”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*