মন্দির উদ্বোধনের আগেই সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ মহাপ্রভুর কাঠের মূর্তি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের।
চারিদিকে সাজো সাজো রব, কড়া প্রশাসনী ব্যবস্থা, কড়া নজরদারি, পর্যটকদের ভিড়, যেন উৎসবের আলোড়নে ঝকঝক করছে দীঘা।

আর তারই মধ্যে দীঘার সমুদ্রে ভেসে এলেন কাঠের প্রভু জগন্নাথ। রবিবার বিকালে দিঘার মাইতি ঘাটের কাছে উদ্ধার হয়েছে জগন্নাথ দেবের একটি কাঠের মূর্তি। যা ঘিরে দিঘা জুড়ে যথেষ্ট ধর্মীয় চাঞ্চল্য ছড়িয়েছে।

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই এমন ভাবে সমুদ্র থেকে জগন্নাথ দেবের কাঠের মূর্তি উঠে আসাকে অনেকেই অলৌকিক ঘটনা বলে মনে করছেন। অনেকে মনে করছেন এ যেন জগন্নাথ দেবেরই ইচ্ছায় হচ্ছে। এর পিছনে সনাতন ধর্মে বিশ্বাসী মানুষজনেরা ঈশ্বরের উপস্থিতি কে ইঙ্গিত করছেন।
দীঘায় নব নির্মিত জগন্নাথ ঘাটেই ভেসে আসে মহাপ্রভুর মূর্তিটি। সমুদ্রে স্নান করা অবস্থায় পর্যটকরাই প্রথম দেখতে পান। সেই পর্যটকায় প্রথম তুলে নিয়ে আসেন জগন্নাথ দেবের মূর্তিটি। কিন্তু কোথা থেকে কিভাবে এই মূর্তিটি এলো সে বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*