ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

Spread the love

টেলিকম দফতর তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল। আপাতত এই ভাবে কাজ করার সময়সীমা ছিল ৩১ জুলাই।

প্রসঙ্গত, কোভিড-১৯ নিয়ে উদ্বেগ থাকায় দফতর সিদ্ধান্ত নিয়েছে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজের ব্যাপারে এই ছাড়ের সময়সীমা ২০২০ সালের ৩১ ডিসেম্বর করার। দেখা গিয়েছে এমন উদ্যোগের উল্লসিত শিল্পমহল।

উইপ্রো চেয়ারম্যান ঋষদ প্রেমজি টুইট করে‌ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “প্রথম দিন থেকে নতুন কাজের পদ্ধতিকে রীতিমত সমর্থন জানানোর জন্য সরকারকে ধন্যবাদ জানাই । এটা আমাদের ভীষণভাবে সাহায্য করেছে দাঁড়াতে এবং গোটা বিশ্বের কাছে সাড়া দিতে।”

ভারতের তথ্যপ্রযুক্তি শিল্প সরকারের কাছে আর্জি জানায় স্থায়ীভাবে কর্মীরা যাতে বাড়ি থেকে কাজ করতে পারে সেই ব্যাপারে ছাড় দিতে, যাতে কোম্পানিগুলো তাদের রিয়েল এস্টেটকে অপটিমাইজ করতে সক্ষম হয়। অফিস ও বাড়ি এই সংমিশ্রণে কাজ করে এগিয়ে যেতে পারে।

গত মার্চ মাস থেকে করোনা আটকাতে লকডাউন জারি হওয়ায় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের ৪.৩ মিলিয়ন কর্মীর ৯০ শতাংশ অফিসের বদলে বাড়ি থেকে কাজ সামাল দিতে । পরিস্থিতি পর্যালোচনা করে এইভাবে বাড়ি থেকে কাজ করার ব্যাপারে সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*