শুক্রবার অন্তর্বতী বাজেটে একগুচ্ছ প্রকল্প ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। এদিন কৃষকদের উন্নয়নের পাশাপাশি অসংগঠিত শ্রমিকদের উন্নয়নের জন্য এদিন পেনশন যোজনা ঘোষণা করলেন তিনি।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধনের আওতায় অসংগঠিত শ্রমিকদের জন্য মাসিক ৩,০০০ টাকা পেনশন দেওয়া হবে। অসংগঠিত কর্মক্ষেত্রে ১৫হাজার টাকার কম বেতনের শ্রমিকদের জন্য এই পেনশন প্রকল্প ঘোষণা করেছে অর্থমন্ত্রক। এই সুবিধা পাওয়ার জন্য তাঁদের মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। এই প্রকল্পে উপকৃত হবেন প্রায় ১০ কোটি অসংগঠিত শ্রমিক।
Be the first to comment