ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত, কয়েক লক্ষের কর্মহীন হওয়ার আশঙ্কা

Spread the love

এবার ভারত-সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপরে নিষেধাজ্ঞা জারি করল কুয়েত ৷ এর ফলে কয়েক লক্ষ ভারতীয়ের কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ইরান এবং ফিলিপিন্সের নাগরিকদের প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত ৷ সাড়ে তিন মাস পর আন্তর্জাতিক বিমান পরিষেবাও শুরু করছে কুয়েত ৷

কুয়েতে এই বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক কর্মসূত্রে বসবাস করেন ৷ তাঁদের একটা বড় অংশই অবশ্য করোনা অতিমারির জেরে দেশে ফিরে এসেছেন৷ আবার এমন অনেকে রয়েছেন, যাঁদের ভিসার মেয়াদ ফুরিয়ে এসেছে ৷ অনেকে পরিবার নিয়েও কুয়েতে থাকেন ৷ এঁদের সবারই ভবিষ্যৎ অনিশ্চিত ৷

ভারতীয় বিদেশমন্ত্রক কুয়েতের এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷

কুয়েতের ইন্ডিয়া সাপোর্ট গ্রুপের সভাপতি রাজপাল ত্যাগি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ছুটি নিয়ে যাঁরা দেশে ফিরেছেন, তাঁরা এবার কুয়েতে না ফিরতে পারলে সব সংস্থাই সেই সমস্ত কর্মীদেরল বরখাস্ত করবে ৷

কুয়েতে কর্মরতভারতীয়দের জন্য সেদেশে নতুন আইন তৈরি হচ্ছে ৷  নতুন আইন অনুযায়ী, কুয়েতে কর্মরত ভারতীয়দের সর্বোচ্চ সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এই আইন লাগু হলে সাড়ে আট লক্ষ ভারতীয়কে কুয়েত থেকে ফিরে আসতে হতে পারে ৷ নতুন আইন অনুযায়ী, কুয়েতে সংস্থাগুলোয় কত সংখ্যক বিদেশি নাগরিককে চাকরি দেওয়া যাবে, তার নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হবে ৷ কুয়েতের নাগরিক এবং বিদেশিদের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার ৷

কুয়েতে কর্মরত ভারতীয়দের সংখ্যা ১৫ শতাংশে বেঁধে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি শ্রীলঙ্কা, ফিলিপিন্সের মতো দেশগুলির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভিয়েতনামের নাগরিকদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে ৷

কুয়েতে প্রায় দশ লক্ষ ভারতীয় কর্মসূত্রে বসবাস করেন৷ নতুন আইন চালু হলে তার মধ্যে সাড়ে আট লক্ষকেই ফেরত আসতে হতে পারে ৷ কুয়েতের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ৷ তার মধ্যে কুয়েতের নাগরিক মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ লক্ষ ৷ জনসংখ্যার সিংহভাগই ভারত সহ অন্যান্য দেশগুলির নাগরিক ৷

কুয়েত ভারতীয়দের প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি করেছে তার পিছনে বিমান পরিষেবা শুরু করা নিয়ে টানাপোড়েনও অন্যতম কারণ হতে পারে ৷ কুয়েতের বিমান সংস্থাগুলি ভারতে বিমান পরিষেবা শুরু করতে আগ্রহী ৷ কিন্তু এই মুহূর্তে সেই অনুমতি দিচ্ছে না ভারত ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*