দক্ষিণ এশিয়ার অর্থনীতির উপর উষ্ণায়নের প্রভাব নিয়ে রিপোর্ট প্রকাশ করলো বিশ্বব্যাঙ্ক

Spread the love
লাখ লাখ মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। অথচ শুধুমাত্র অনিয়ন্ত্রিত জলবায়ু পরিবর্তনের জন্য ভারতের অর্থনীতি হুমকির মুখে পড়েছে ৷ এই পরিস্থিত চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে জিডিপি অগ্রগতিও গড়ে ২.৮ শতাংশ হারে কমে যাবে। একই সঙ্গে ভারতের তাপবলয় অঞ্চলগুলিতে বসবাসকারী মানুষের জীবনযাত্রাও বদলে যাবে। বিশেষ করে, বিদর্ভের মতো অঞ্চলগুলির অবস্থা হবে আরও ভয়াবহ। প্রায় ১০ শতাংশ অর্থনৈতিক উৎপাদন কমে যাবে দেশের। ক্ষতির অঙ্ক দাঁড়াবে ১.১ ট্রিলিয়ন ডলার।
সম্প্রতি দক্ষিণ এশিয়ার অর্থনীতির উপর উষ্ণায়নের প্রভাব নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাঙ্ক। সেই রিপোর্টেই ভারতের জলবায়ুগত ভয়ঙ্কর পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের উষ্ণায়নের ফলে আগামি ২০৫০ সালের মধ্যে ভারতের তাপমাত্রা গড়ে দেড় থেকে দুই ডিগ্রি বেড়ে যাবে৷ ফলে বৃষ্টিপাতের ধরণেও পরিবর্তন আসতে বাধ্য। এবং এর প্রভাব গিয়ে পড়বে পানীয় জল থেকে শুরু কৃষির উপর। যার উপর নির্ভর করে ভারতের এক বিলিয়নেরও বেশি মানুষের জীবিকা৷ উষ্ণতা বৃদ্ধির ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতি হবে স্থলভাগবেষ্টিত এলাকাগুলি। যার বেশিরভাগটাই আবার উত্তর ভারতে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলি প্রভূত অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। মার খাবে কৃষি অর্থনীতি।
ভারতের জিডিপির ১৬ শতাংশ ও মোট কর্মসংস্থানের ৪৯ শতাংশের যোগান দেয় কৃষি। তাই কৃষিতে কম উৎপাদন, মুদ্রাস্ফীতি এবং কৃষকদের মাঝে হতাশা বাড়াবে। স্বভাবতই দেশটির রাজনীতি ও সামাজিক জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আর এভাবে চলতে থাকলে, অসহনীয় গরমের ফলে ভারতের প্রায় ৬০ কোটি মানুষের বাসস্থান পরিবর্তিত হয়ে যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*