বিশ্বকাপের নকআউটের প্রথম দিনেই একজোড়া উত্তেজনা

Spread the love
বিশ্বকাপের নকআউটের প্রথম দিনেই একজোড়া উত্তেজনা। ফ্রান্স-আর্জেন্টিনা আর উরুগুয়ে-পর্তুগাল। দু’টি ম্যাচ নিয়েই ফুটবলবিশ্বে উত্তাপ তুঙ্গে। বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচের দিকে তাকিয়ে গোটা দুনিয়া। লিওনেল মেসি নামের জাদুকর স্বপ্ন সম্ভব করতে পারবেন কি। ১৯৯৮ সালের পর এবার দ্বিতীয়বার বিশ্বসেরা হতে মুখিয়ে ফ্রান্সও।
আরেক ম্যাচের উত্তাপও কম নয়। মাঠে নামছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। পর্তুগিজদের প্রধান ভরসা তিনিই। প্রথমদিনই মেসি-রোনাল্ডো মাঠে নামায় উত্তাপ বহুগুণে বেড়ে গেছে। এই দেশ দু’টি হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বেন রোনাল্ডো ও মেসিও।
ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আর্জেন্টিনা। তাদের অবস্থান পাঁচ, আর ফ্রান্সের সাত। এ পর্যন্ত দল দুটি মুখোমুখি হয়েছে ১১ আন্তর্জাতিক ম্যাচে। এর ৬টিতেই জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে দু’টিতে জিতেছে ফ্রান্স। বাকি ৩টি ম্যাচ ড্র। আর বিশ্বকাপে মুখোমুখি দুইবার। এতে আর্জেন্টিনার জয় শতভাগ। প্রথম জয় ১৯৩০ সালে, গ্রুপ পর্বে ১-০ গোলে। দ্বিতীয় জয় ১৯৭৮ সালে ২-১ গোলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*