গোল্ডেন বুট এমবাপের, গোল্ডেন বল মেসির দখলে! এক নজরে দেখুন কার দখলে কোন পুরস্কার

Spread the love

এক মাসের ফুটবল যজ্ঞ শেষ। ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন আর্জেন্তিনা। এদিন ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটল নীল-সাদা দল। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার পর ২০২২ লিওনেল মেসির হাত ধরে সোনায় মোড়া ট্রফি উঠল আর্জেন্তাইনদের হাতে। এদিন বিশ্বকাপ জয়ের পাশাপাশি একাধিক পুরস্কার পেল আর্জেন্তাইন ফুটবলাররা। টুর্নামেন্টের সেরা ফুটবলার থেকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক। সবই গেছে আর্জেন্তিনা দলে।

একনজরে দেখে নেওয়া যাক গোল্ডেন বুট থেকে, গোল্ডেন বল, কার দখলে গেল কোন পুরস্কার।

গোল্ডেন বুট: ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে ৮ টি গোল করলেন তিনি। ফাইনালে হ‍্যাটট্রিক করেন ফ্রান্সের এই তারকা।

গোল্ডেন বল: ২০২২ কাতার বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়ে গোল্ডেন বল জিতলেন লিওনেল মেসি। মেসি কাতার বিশ্বকাপে খেলতে নেমে একাধিক রেকর্ডও গড়েন ।

গোল্ডেন গ্লাভস: ২০২২ কাতার বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেলেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনটি ক্লিন শিট রাখার পাশাপাশি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে আর্জেন্তিনাকে জেতাতে সাহায্য করার জন্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভ পুরস্কার পান মার্টিনেজ।

সেরা উঠতি তারকা এবারের আর্জেন্তিনীয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পাশাপাশি ফিফা ফেয়ার প্লের পুরস্কার পেল ইংল‍্যান্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*