
রোজদিন ডেস্ক, কলকাতা:- মায়ামি থেকে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি নিজের সই করা একটি আর্জেন্টিনার জার্সি উপহার পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেসির এই বিশেষ উপহার মঙ্গলবার ইকবালপুরে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এই উপহার পেয়ে মুখ্যমন্ত্রী খুবই আপ্লুত হন।
তিনি বলেন, ‘ফুটবল আমার শিরায় ভেসে বেড়ায় এমন এক আবেগ, ঠিক যেমন বাংলার প্রতিটি মানুষ ‘প্যারা’ মাঠে বল মারতে পেরেছে। আজ, সেই আবেগ আমার জন্য এক বিশেষ স্থান পেয়েছে কারণ আমি লিওনেল মেসির স্বাক্ষরিত একটি জার্সি পেয়েছি।
ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে আবদ্ধ করে, এবং মেসি একজন বল শিল্পী, আমাদের সময়ের একজন উস্তাদ, সেই উজ্জ্বলতার চেতনাকে মূর্ত করে যা বাংলা প্রশংসা করে। এই জার্সি বাংলা এবং সুন্দর খেলার মধ্যে অটুট সংযোগের প্রতীক।’
Be the first to comment