১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালিয়েছিল যে আতঙ্কবাদী, তার ছেলে আমেরিকার ফায়ার ফাইটার ডিপার্টমেন্টে চাকরী পেয়েছে। সেই আতঙ্কবাদী আহমদ আব্দেল সাত্তার এখন জেলে সাজা কাটছে। তার ৩০ বছরের বড় ছেলে ওমর আহমেদ সাত্তার মিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট একাডেমি থেকে গ্রাজুয়েট করেছিলো।
৯/১১ এর হামলার কিছুদিন পরে আহমদ আব্দেল সাত্তারকে পুলিশ গ্রফতার করে। এখন তার বয়স ৫৮। সে এই হামলার মাস্টার মাইন্ড সেখ ওমর আব্দুল রহমান কে বোম্বিং মেটেরিয়াল পাঠিয়ে সাহায্য করেছিলো। সেখ ওমর আব্দুল রহমান মিশরের জঙ্গী সংগঠনের নেতা ছিলেন।
ওমর আহমেদ সাত্তার তার আতঙ্কবাদী বাবার কথা একবারও উল্লেখ করেনি। সে বলেছে, এই চাকরী পেয়ে তার স্বপ্ন পূরন হয়েছে। ছোট থেকেই তার এই ধরনের কাজের প্রতি আগ্রহ ছিল এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তুলেছে।
Be the first to comment