কেন্দ্রের আশ্বাসে খুশি নন! বিজেপি সাংসদের জেল চান কুস্তিগিররা

Spread the love

সরকারের আশ্বাসে খুশি হতে পারছেন না বিনেশ ফোগাটরা। নয়াদিল্লির যন্তর মন্তরের সামনে বিক্ষোভে বসা কুস্তিগিরদের কোনও আশ্বাসবাণী শোনাতে পারেনি কেন্দ্র সরকার। যৌন নিগ্রহে অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে এফআইআর করতে পারেন কুস্তিগিররা।তাঁরা চান , জেল হোক বিজেপি সাংসদের।

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগিররা। বুধবার থেকে ধর্না দিচ্ছেন বিনিতা, বজরং পুনিয়া, সাক্ষী মালিক-সহ একাধিক কুস্তিগির। বিক্ষোভকারী কুস্তিগিরদের তরফে বৃহস্পতিবার বিনিতা বলেন, “আমরা আশ্বস্ত হওয়ার মতো কোনও বার্তা পাইনি। গত কাল আমাদের সঙ্গে মাত্র এক-দু’জন কুস্তিগির ছিলেন যাঁদের নিগ্রহ করা হয়েছে। কিন্তু আজ পাঁচ-ছ’জন রয়েছেন। তাঁদের নাম আমরা প্রকাশ করব না। কারণ তাঁরা কারও মেয়ে, কারও বোন। কিন্তু আমাদের যদি সেই নামগুলো জানাতে হয়, সেটা একটা কালো দিন হবে।”

বৃহস্পতিবার রাতে ব্রিজভূষণ ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সব পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেয় কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভরত কুস্তিগিরদের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নেয় মন্ত্রক। কিন্তু তাতেই সন্তুষ্ট হচ্ছেন না বিনিতারা। তিনি বলেন, “ব্রিজভূষণ শুধু পদত্যাগ করলেই হবে না, জেলে পাঠাতে হবে। আমরা এখনই আইনি পথে যেতে চাই না। কারণ আমরা বিশ্বাস রাখি যে, সুবিচার পাব। কিন্তু সেটা যদি না হয় তা হলে কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে এফআইআর করা হবে। আমরা অলিম্পিক্স এবং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী কুস্তিগির। আমাদের অবিশ্বাস করবেন না, আমরা সত্যি বলছি।”

প্রসঙ্গত, সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ব্রিজভূষণ একাধিক কুস্তিগিরকে যৌন নিগ্রহ করেছেন বলে অভিযোগ তুলে বুধবার থেকে যন্তর মন্তরের সামনে বিক্ষোভে বসেন কুস্তিগিররা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী বিনেশ ফোগট দাবি করেন, লখনউয়ে জাতীয় শিবিরে মহিলা কুস্তিগিরদের নিয়মিত যৌন হেনস্থা করতেন কোচেরা। এমনকি, ব্রিজভূষণের ভয় দেখিয়ে জোর করে কুস্তিগিরদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ারও চেষ্টা করতেন তাঁরা।তাই বিজেপি সাংসদের শাস্তির দাবি তুলে বিক্ষোভে বসেন তাঁরা।আজ সেই বিক্ষোভের তৃতীয় দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*