ভারতীয় টেস্ট ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার চোট নিয়ে যাবতীয় ধোঁয়াশা দূর করল বিসিসিআই। বোর্ডের তরফে জানানো হয়েছে জুলাইয়ের শেষদিকে বা অগস্টের শুরুতে ম্যাঞ্চেস্টারে ঋদ্ধিমান সাহার অস্ত্রোপচার হবে৷ বিসিসিআইয়ের তরফে আরও জানা গেছে, এনসিএ’তে রিহ্যাবের সময় প্রাথমিকভাবে ঋদ্ধির আঙুলে চোট রয়েছে বলে জানা যায়৷ আইপিএলের সময়ই এই চোট পেয়েছিলেন ঋদ্ধি৷ পরে ঋদ্ধির ডান কাঁধেও চোট ধরা পড়ে। এই চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ পড়েন টেস্ট দলের নিয়মিত উইকেটরক্ষক৷ স্বাভাবিক ভাবেই চোট কতটা গুরুতর, কবে মাঠে ফিরবেন ঋদ্ধি এই নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বোর্ডের তরফে জানানো হয় তাঁর অস্ত্রোপচার হওয়া কথা৷ অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে ছয় থেকে আট সপ্তাহ লাগতে পারে ৷
Be the first to comment