বুধবার অস্ত্রোপচার হবে ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেট কিপার ঋদ্ধিমান সাহার!

Spread the love

আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে বিরাট কোহলির ভারত। কিন্তু ইংল্যান্ডে থেকেও মাঠে নামতে পারছেন না ভারতীয় টেস্ট দলের এক নম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। বুধবার এজবাস্টনের মাঠে ভারত-ইংল্যান্ড যখন বাইশগজের যুদ্ধে মজে থাকবে, তখন ‘সুপারম্যান’এর অস্ত্রোপচার সম্পন্ন করা হবে। তাঁকে থাকতে হবে অপারেশন থিয়েটারের চুরি-কাঁচির জগতে। বুধবার সকালে (পড়ুন, ভারতীয় সময় দুপুর) ম্যানচেস্টারের রাইটিংটন হাসপাতালে তাঁর ডান কাঁধের অস্ত্রোপচার হবে। প্রখ্যাত শল্য চিকিৎসক লেনার্ড ফাঙ্ক তাঁর অস্ত্রোপচার করবেন।

সেইজন্য বিসিসিআই’য়ের ফিজিও যোগেশকে সঙ্গে নিয়ে রবিবার সকালেই বেঙ্গালুরু থেকে তিনি লন্ডন রওনা হন পাপালি। ঋদ্ধির ঘনিষ্ট মহল থেকে জানা গিয়েছে, সোমবার বিকালে লেনার্ড ফ্রাঙ্ক ঋদ্ধিকে পরীক্ষা করেন। এবং জানিয়ে দিয়েছেন অস্ত্রোপচারের পরে আগামী কয়েকমাস রিহ্যাব করালেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এই উইকেটকিপার। দ্রুত মাঠে কামব্যাক করার ইঙ্গিত পেয়েছেন পাপালি। তাই এখন অনেকটাই স্বস্তিতে ঋদ্ধি ও তাঁর পরিবার।

সোমবার রাতেই স্ত্রী দেবারতিকে হোয়াটসঅ্যাপ কল করেছিলেন ঋদ্ধি। তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শের কথাও তিনি বিস্তারে জানান। ঋদ্ধির পরিবারের দাবি, বুধবার সন্ধেবেলা হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এরপর তাঁকে কয়েকদিন হোটেলে বিশ্রাম নিয়ে ফের প্রখ্যাত শল্য চিকিৎসক লেনার্ড ফাঙ্কের কাছে পরামর্শ নিতে যাবেন ঋদ্ধি। তারপর দেশে ফিরবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*