মহাকরণে বড়সড় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি

Spread the love

মহাকরণে বড়সড় অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধে ছ’টা নাগাদ মহাকরণের একতলায় থাকা স্বরাষ্ট্রদপ্তরের একটি ঘরে আগুন লাগে। ইতিমধ্যে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁচছে ঘটনাস্থলে। চলছে আগুন নেভানোর চেষ্টা। ঘটনাস্থলে পৌঁচছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও, এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। স্বরাষ্ট্রদপ্তরের ওই ঘরের ভিতরে থাকা একাধিক গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিকল হতে পারে দপ্তরের একাধিক কম্পিউটারও। মনে করা হচ্ছে, পাখায় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে মহাকরণের একতলার ঘরে।

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই মহাকরণ বা রাইটার্স বিল্ডিং ছেড়ে অধিকাংশ সরকারি দপ্তর নবান্নে স্থানান্তরিত হয়। তবে কিছু দপ্তরের কাজকর্ম এখনও পুরনো লালবাড়ি থেকেই পরিচালিত হয়। এর মধ্যে স্বরাষ্ট্র এবং এনআরআই দপ্তর অন্যতম। যারা বিদেশে পাড়ি দিত, তাঁদের প্রয়োজনীয় নথিতে ছাড়পত্র দেওয়া হত মহাকরণের পাঁচনম্বর গেটের ভিতরে থাকা একতলার এই ঘর থেকে। মঙ্গলবার সন্ধেয় সেখানেই আগুন লাগে।

দমকলকর্মীদের প্রাথমিক ধারনা, ঘরের পাখায় শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। সেই পাখা খুলে পড়ে একটি টেবিলের উপর। সেখানে থাকা কম্পিউটারে এবং ফাইলে আগুন ধরে যায়। তবে ফরেনসিক পরীক্ষার পর আগুনের লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকলের ডিজি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*