মাসানুর রহমান,
দূর থেকে দেখলেই ভাববেন বরফ ভর্তি আর কাছে এলেই বুঝতে পারবেন ভয়াবহ দূষণ।
এমন দৃশ্যই দেখা গিয়েছে যমুনা নদীতে। তথ্য বলছে হাজার পেরিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। তবে সেই দুর্গন্ধযুক্ত ভয়ানক বিষাক্ত ফেনার মধ্যে দাঁড়িয়েই ছট পুজো সেরেছেন অসংখ্য ভক্ত। নারী পুরুষ নির্বিশেষে ওই দূষণের মধ্যেই সামিল হয়েছিলেন ছটের পুজোতে। সাদা বিষাক্ত ধোঁয়ার ফেনা, এর মধ্যে দাঁড়িয়ে দিব্যি সেলফিও তুলেছেন অনেকেই।
প্রসঙ্গত, যমুনা নদী দেশের সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে একটি। রাজধানীর উনিশটি নালার জল এসে এই নদীতে মেশে, যার ফলে ৯৯ শতাংশ দূষণ হয়। আর শনিবার হাল্কা বৃষ্টির পর থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখে চমকে উঠেছে সবাই। তবে এই বিষাক্ত ধোঁয়া যে জনজীবনে মারাত্মক খারাপ প্রভাব ফেলে সে কথাও বলছেন পরিবেশবিদ এবং চিকিৎসকরা।
Be the first to comment