গোটা উত্তর ভারতে আরও বড় বিপর্যয় নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে বাড়ে যায় যমুনার জলের স্তর। এর পরেও আট লক্ষ কিউসেক জল ছাড়া হয় হরিয়ানার হাতানি কুঁদ ব্যারেজ থেকে। গতকাল সন্ধেয় আরও ১.৪৩ লক্ষ কিউসেক জল ছাড়ার পরে আরও বাড়তে শুরু করে যমুনার জল।
ইতিমধ্যেই উত্তর ভারতের ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছুঁয়েছে ৫৫। তার উপরে ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে কয়েক দিন ধরেই ফুঁসছিল যমুনা নদী, আজ পার করে ফেলল বিপদসীমাও।
হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি-সহ গোটা উত্তর ভারতে। পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Be the first to comment