দল ছাড়লেন বিজেপি নেতা যশবন্ত সিনহা। শনিবার আনুষ্ঠানিক ঘোষণা করে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি রাজনীতি থেকে তিনি যে চিরতরে বিদায় নিচ্ছেন সেকথাও ঘোষণা করেছেন যশবন্ত।
শনিবার পাটনার এক সভায় তিনি বলেন, সব ধরনের দলীয় রাজনীতি থেকে ছুটি নিচ্ছি। বিজেপির সঙ্গেও যাবতীয় সম্পর্ক চুকিয়ে দিচ্ছি। সেইসঙ্গে দেশের গণতন্ত্র রক্ষার জন্য জোরদার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে যশবন্ত সিনহা বলেন, বাজেট অধিবেশন কেন্দ্রীয় সরকারই ঠিকমতো চালাতে দেয়নি। বাজেট অধিবেশন ঠিকঠাক চলল কিনা, তা নিয়ে কোনও মাথাব্যাথাই ছিল না তাদের। বিরোধীদের দাবিগুলি শুনতে তাদের একবারও বৈঠকে ডাকেননি প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত,গত কয়েক মাসে মোদী সরকারের বেশ কিছু নীতির ব্যাপারে প্রকাশ্যে বিরোধিতা করেন যশবন্ত। আর তখন থেকেই দূরত্ব বাড়তে শুরু করে। অবশেষে আজ দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন এই বিজেপি নেতা।
Be the first to comment