ভারত-পাক সীমান্তে শান্তির জন্য হাঁটলেন নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন

Spread the love

ভারত-পাক সীমান্তে শান্তির জন্য হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে এই শান্তি পদযাত্রা শুরু হয়। যশোদাবেন সীমান্তে সেনা জওয়ানদের হত্যার নিন্দা করেন। ভারত ও বিশ্বে শান্তির জন্য প্রার্থনা করেন। ঊরাত বা পাকিস্তান যে দেশেরই সৈন্য হোক, তাদের হত্যা করা অমানবিক। এই পদযাত্রার উদ্যোক্তা ম্যাগসেসাই পুরস্কার বিজেতা সন্দীপ পাণ্ডে। ভারত-পাক সীমান্তে নাদাবেট গ্রামে শেষ হবে শান্তির জন্য হাঁটা। উঞ্ঝা গ্রামে ভাই অশোক মোদির সঙ্গে থাকেন যশোদাবেন। সেখানে থেকেই তিনি এসে পদযাত্রায় পা মেলান কিছুক্ষণের জন্য। সন্দীপ বলেন, গত চারবছরে কাশ্মীরে অশান্তি বেড়েছে। সেই হিংসার প্রতিবাদেই এই পদযাত্রা। সেখানে স্লোগান ওঠে, যুদ্ধ নয়, শান্তি চাই। উদ্যোক্তাদের একজন, কলিম সিদ্দিকি বলেন, সাধারণ মানুষ যে শান্তির পক্ষে যশোদাবেন আসায় তা আরও জোরদার হল। মোদি যেভাবে যুদ্ধের উন্মাদনা তৈরি করতে চাইছেন এই পদযাত্রা তার বিরুদ্ধে। গোড়ায় পদযাত্রা ১৯ জুন আমেদাবাদ থেকে শুরু হওয়ার কথা থাকলেও পুলিশ পদযাত্রীদের গ্রেফতার করে। পরে পদযাত্রা গান্ধিনগর থেকে শুরু হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*