সম্প্রীতির বার্তা দিয়ে মুসলিমদের জন্য ইফতার রাখেন এই হিন্দু

Spread the love
বিশেষ প্রতিনিধি,                                         দিনের আলোয় মুসলিম বান্ধবীর পরিবারের হাতে খুন হতে হয় যশপাল সাক্সেনার ছেলে অঙ্কিতকে। তবে কোনও অভিযোগ করেন নি তিনি৷ বিশেষ কোনও ধর্মকে দোষ দেন নি৷ বরং সৌহার্দ্যের বার্তা দিতে পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য ইফতারের আয়োজন করলেন অঙ্কিতের বাবা।
গত ১ ফেব্রুয়ারি নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন অঙ্কিত। রাত ৮টা নাগাদ রঘুবীর নগর দিয়ে যাওয়ার সময় তাঁর পথ আটকায় বান্ধবী সলিমার পরিবারের লোকজন। তাঁকে গাড়ি থেকে বের করে মারধর করা হয়। এমন সময় অঙ্কিতের মা সেখানে পৌঁছলে, তাঁকেও মারধর করা হয়। মাকে বাঁচাতে এগিয়ে এলে, অঙ্কিতের ওপর ঝাঁপিয়ে পড়ে বান্ধবীর বাবা, মা, মামা ও নাবালক ভাই মিলে তাঁকে প্রচণ্ড মারতে শুরু করে। সলিমার বাবা অঙ্কিতের গলায় ছুরি চালিয়ে দেয়। মৃত্যু হয় অঙ্কিতের।
আগামী ৩ জুন ইফতার দেওয়ার ঘোষণা করেছেন নিহত যুবকের বাবা। তাঁর উদ্দেশ্য, দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করা। জানা গিয়েছে, ইফতার পার্টিতে স্থানীয় পুলিশ ছাড়াও, সকল ধর্মের মানুষের কাছে আমন্ত্রণ পাঠানো হবে। পাশাপাশি, ছেলের স্মরণে একটি ট্রাস্ট গঠন করারও সিদ্ধান্ত নিয়েছেন যশপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*