মোদি সরকারের নীতির বিরুদ্ধে সমমনোভাবাপন্নদের এককাট্টা করতে মঞ্চ তৈরি করলেন বিজেপি নেতা যশবন্ত সিনহা। গান্ধীজির প্রয়ান দিবসে দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে পথচলা শুরু করল যশবন্ত সিনহার রাষ্ট্রীয় মঞ্চ। মঞ্চে যোগদান করেছেন আরেক মোদি-বিরোধী বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে ছিলেন তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী, কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।
যশবন্ত সিনহা বলেন, বিজেপির অন্দরে সকলেই ভীতু, বিতর্ক বা আলাপ-আলোচনা সবই একপেশে ও ভয়াবহতায় পরিণত হয়েছে। সরকারের ভুল নীতির বিরোধিতা করাই এই মঞ্চের মূল উদ্দেশ্য। এই মঞ্চ কোনও সংগঠন নয়, একটি আন্দোলন। আগামীতে রাজনৈতিক দলে পরিণত হবে না।
মঞ্চে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, নিজের চিন্তাভাবনা দলের অন্দরে বলার সুযোগ না পেয়েই রাষ্ট্রীয় মঞ্চে যোগ দিয়েছেন তিনি।
Be the first to comment