গতকালই ছিল কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ আর ভোটপর্ব শেষ হতেই ভবিষ্যদ্বানী করে ফেললেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পা ৷ কংগ্রেসকে নিজেদের থেকে বেশ অনেকটাই পিছনে ফেলে নিজেদের ভোটে জেতার কথা বলেন তিনি। ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে এসেছে ৷ রিপোর্ট বলছে, দু’তরফেই হবে হাড্ডাহাড্ডি লড়াই ৷ কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে নিজেদের বেশ কয়েকটি আসনে এগিয়ে রাখল বিজেপি ৷ রবিবার একটি সাংবাদিক সম্মেলনে ইয়েদুরাপ্পা বলেন, কর্ণাটকে কংগ্রেসের জেতার কোনও সম্ভাবনাই নেই ৷ সিদ্দারমাইয়ার যুগ শেষ ৷ খুব বেশি হলে ৭০ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে কংগ্রেস ৷ এমনকী, চামুন্ডেশ্বরী এবং বাদামী ভোট কেন্দ্রেও কংগ্রেসের হার নিশ্চিত। পাশাপাশি ওপিনিয়ান পোল এবং এক্সিট পোলের সমস্ত সমীক্ষা তুড়ি মেরে উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ তিনি বলেন, কর্ণাটকে আর কংগ্রেস নয় ৷ মঙ্গলবার বিজেপিই বিপুলভোটে জয়ী হবেন ৷ একইসঙ্গে আঞ্চলিক দলের সঙ্গে কোনওরকম জোট গঠনের সম্ভাবনাও এদিন উড়িয়ে দিলেন ইয়েদুরাপ্পা ৷ বলেন, বিজেপি ১৩০টি আসনে জয়ী হবেই ৷ অপরদিকে, কংগ্রেসের ঝুলিতে মাত্র ৭০ টি আসন পেতে পারে এবং জনতা দল সেক্যুলার ২৫ টি আসনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে ৷
Be the first to comment