মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কর্ণাটকে ঘটে গেলো নাটকীয় পরিবর্তন ৷ রাজভবনসূত্রে খবর, বৃহস্পতিবার সকালে সরকার গড়তে ডাকা হয়েছে ইয়েদুরাপ্পাকে ৷ এদিন সকাল ৯টায় শপথগ্রহণ করবেন তিনি ৷ আর ৭ দিনের মধ্যেই দিতে হবে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ। তবে রাজভবন সূত্রে খবর, আইনজ্ঞদের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল বাজুভাই ভালা।
তবে রাজ্যে সরকার গঠন করতে ইতিমধ্যেই রাজ্যপালের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস-জেডিএস জোট। বৃহত্তম দল হওয়ার পরেই রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। রাজ্যস্তরের নেতারা কর্নাটকে সরকার গঠনে আগ্রহ দেখালেও, কেন্দ্রীয় নেতারা এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার বেঙ্গালুরুতে রাজভবনের বাইরে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস এবং জেডি(এস)-র বিধায়করা ৷ রাজ্যপাল বাজুভাই ভালার সঙ্গে সাক্ষাৎ করার আবেদন জানিয়েছেন বিধায়করা ৷ কিন্তু সেই আবেদনেই সাড়া দেননি রাজ্যপাল ৷ এদিকে, আগামিকালই ইয়েদুরাপ্পাকে কর্ণাটকে সরকার গঠনের জন্য ডাকতে পারেন রাজ্যপাল ৷ এতেই দেখা দিয়েছে বিপত্তি ৷ যদি কংগ্রেস-জেডি(এস)-র বিধায়কদের সঙ্গে আগামিকালও সাক্ষাৎ না করেন রাজ্যপাল, তাহলে রাজভবনের বাইরে ধর্নায় বসবেন বিধায়কেরা ৷
Be the first to comment