ছবি- (এএনআই)
চতুর্থবারের জন্য কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বি এস ইয়েদুরাপ্পা ৷ রাজ্যপাল বাজুভাই ভাল্লার কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন ইয়েদুরাপ্পা। তাঁর উপস্থিতিতেই আজ শপথ গ্রহণ করেন ইয়েদুরাপ্পা। এই নিয়ে চতুর্থবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রীসভার সদস্যরাও শপথগ্রহণ করেন।
প্রসঙ্গত, আস্থা ভোটে পরাজয়ের পর মঙ্গলবার পদত্যাগ করেন এইচ ডি কুমারস্বামী। কর্নাটকের মসনদে বসার দৌড়ে এগিয়ে ছিলেন ইয়েদুরাপ্পাই ৷ ইতিমধ্যে বৃহস্পতিবারই তিন বিক্ষুব্ধ বিধায়ককে বহিষ্কার করেন স্পিকার কে আর রমেশ কুমার কিন্তু, বাকি বিক্ষুব্ধ বিধায়কদের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল ৷ তাঁদের ইস্তফাপত্র গ্রহণ না করায় জটিলতা তৈরি হয় ৷ কারণ সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল না বিজেপির হাতে ৷
Be the first to comment