ইয়েমেনের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লা সালেহ নিহত হয়েছেন। এত দিন যাদের পাশে থেকে সরকার-বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই হুথি গোষ্ঠী সালেহকে হত্যা করে হত্যার দায় নিয়েছে। সোমবার সকালে ৭৫ বছর বয়সী প্রবীণ নেতার বাড়িতে বোমা ছুড়েছিল হুথি জঙ্গিরা, তাতেই নিহত হয়েছেন সালেহ। ২০১২-তে গদিচ্যুত হয়েছিলেন। তারপরে এই হুথির সঙ্গেই হাত মিলিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, গত শনিবারই এক বিবৃতিতে জানান বর্তমান প্রেসিডেন্টকে সমর্থন করেন তিনি। ৩৬ বছর বয়সে প্রথমে উত্তর ইয়েমেনের প্রেসিডেন্ট হয়েছিলেন সালেহ। দক্ষিণ ইয়েমেনের সঙ্গে উত্তর ইয়েমেন মিলে গেলে ১৯৯০ সালে নতুন ইয়েমেনের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। গৃহযুদ্ধে আক্রান্ত এই দেশটিতে দীর্ঘ ২২ বছর ধরে ক্ষমতায় ছিলেন তিনি।
Be the first to comment