যোগ ব্যায়াম শেখানো বন্ধ না করায় এক মুসলিম তরুণীর বাড়িতে হামলা চালাল জনাকয়েক দুষ্কৃতী। রাঁচির দোরান্দার ঘটনা। জানা গিয়েছে শিক্ষিকার নাম রাফিয়া রাজ। ছোট ছেলেমেয়েদের যোগ ব্যায়াম শেখান তিনি। এই অপরাধে ঝাড়খণ্ডের এই কলেজ ছাত্রীর নামে জারি হয়েছে ফতোয়া। পাশাপাশি যোগ ব্যায়াম শেখানো যদি বন্ধ করা না হয়, তাহলে রাফিয়া নাজ নামে ওই শিক্ষিকার পরিবারকে একঘরে করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে খবর। রাফিয়া বাণিজ্য বিভাগের স্নাতক স্তরের ছাত্রী। ঘটনা প্রকাশ্যে আসতেই ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের নির্দেশে রাফিয়ার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় ২ পুলিস কর্মীকে। পাশাপাশি রাফিয়া এবং তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁদের উপর নজর রাখছিল পুলিশ কন্ট্রোল রুম। কিন্তু, তারপরও মেটেনি সমস্যা। রাফিয়ার বাড়ির উপর হামলা চালানো হয়। রাফিয়া বলেন, হামলার সময় বাড়ির উপর পাথর ছোড়া হচ্ছিল। ভয়ে নিজেদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছিলাম। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ । হামলাকারীদের সনাক্ত করতে জারি রয়েছে তল্লাশি।
Be the first to comment