বিশেষ সংবাদদাতা,
সোমবার রাতে প্রতাপগড়ে ‘চৌপাল’ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ এক দলিতের বাড়িতে নৈশভোজ সারেন তিনি৷ এই ঘটনার কড়া সমালোচনা করেন বিএসপি নেত্রী মায়াবতী৷ তাঁর মতে দেশের প্রত্যেকে দলিতদের প্রতি বিজেপির মনোভাব জানে৷ এখন এই ধরণের আচরণ রাজনৈতিক ফায়দা তোলার জন্য বলে দাবি করেন তিনি৷
তাঁর অভিযোগ দলিতের বাড়িতে বসেই শুধু খেয়েছেন মুখ্যমন্ত্রী, ব্যবহার করেছেন নিজের থালা-গ্লাস ও খাবার৷ সেগুলি দলিতের ছিল না বলে দাবি তাঁর৷ তাঁরা দলিতের পাশে থাকার অভিনয় করেন শুধু বলে অভিযোগ করেছেন মায়াবতী৷ এর আগে কংগ্রেস এই ধরণের নাটক করত, এখন ক্ষমতায় বিজেপি এসেছে৷ তারা এই কান্ড ঘটাচ্ছে৷
বিজেপির বিরুদ্ধেই উত্তাল দলিতরা, আর সেখানে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী দলিতের বাড়িতে গিয়ে নৈশভোজ করছেন৷ এসবই রাজনৈতিক গিমিক৷ এই ভাষাতেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে দলিতের বাড়িতে নৈশভোজের ঘটনাকে ব্যাখ্যা করেছেন মায়াবতী৷
দলিতদের মন জয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতৃত্ব। ২০১৯ সালের লোকসভা ভোটের কথা মাথায় রেখে
শুধুমাত্র ভোটের রাজনীতি করছে বিজেপি৷ দলিতদের জন্য বিন্দুমাত্র ভাবে না তাঁরা বলে অভিযোগ করেছেন মায়াবতী৷
প্রসঙ্গত, সোমবার কান্ধাইপুর মাধুপুর গ্রামে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন যোগী। সেখানে স্থানীয়দের সমস্যার কথা মন দিয়ে শোনেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুফল যাঁদের পাওয়ার কথা, তাঁদের সকলের কাছে পৌঁছনো দরকার।
যোগী গ্রামবাসীদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে গ্রামবাসীদের জানান। ‘গ্রাম স্বরাজ অভিযানে’র আওতায় বিভিন্ন প্রকল্পের রূপায়ণের বিষয়টি নিয়েও গ্রামবাসীদের কাছ থেকে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।
এরপর দয়ারাম সরোজ নামে এক দলিতের বাড়ির মেঝেয় বসে অন্যান্যদের সঙ্গে নৈশভোজ সারেন। দেশজুড়ে দলিতদের বিক্ষোভ চিন্তার ভাঁজ ফেলেছে বিজেপির কপালে।
Be the first to comment