চাকরির মেলার সূচনা করতে এসে, কর্ম প্রার্থীদের ক্ষোভের মুখে পড়লেন যোগী আদিত্যনাথ। শনিবার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের গাজীপুরে। বিক্ষোভকারীরা রুমাল, তোয়ালে বলের আকারে গুটিয়ে ছুঁড়ে মারতে থাকে মঞ্চের দিকে। অথচ মঞ্চ তখন উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ ও রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা।
স্থানীয়দের বক্তব্য, রেজিষ্ট্রেশন ফর্ম বিলি করার কথা ছিল চাকির প্রার্থীদের মধ্যে। প্রায় ৫ থেকে ৬ হাজার জমায়েতের অনুমান করা হয়েছিল। কিন্তু বাস্তবে সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৩০ হাজারে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ফর্ম বিলি না করে অনুষ্ঠান চালিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিক্ষোভ দেখা দেয়।
বিশৃঙ্খলা শুরু হওয়ায় দ্রুত অনুষ্ঠান শেষ করে চলে যান যোগী।তারপরেও পরেই অব্যাহত ছিল প্রতিবাদ। বিক্ষুব্ধরা জলের বোতল, চেয়ার প্রভৃতিও মঞ্চের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। যদিও প্রশাসনের পক্ষে থেকে এধরনের ঘটনার কথা স্বীকার করা হয়নি। অন্যদিকে আবার রেল প্রতিমন্ত্রী দাবি করেন, কিছু সমাজ বিরোধী ওই ভিড়ের মধ্যে মিশে ছিল। তারাই ঝামেলা পাকানোর চেষ্টা করছিল।
Be the first to comment