উত্তরপ্রদেশে খুন সাংবাদিক, ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ

Spread the love

সাংবাদিক খুনের ঘটনায় উত্তরপ্রদেশের বিরোধীদের নিশানায় যোগী সরকার ৷ রবিবার খুন হন হিন্দি দৈনিকের এক সাংবাদিক ৷ এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা ৷ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ পাশাপাশি ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি ৷ অন্যদিকে বিষয়টি নিয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন অখিলেশ-প্রিয়াঙ্কারা ৷

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের দাবি, রাজ্যটা উত্তমপ্রদেশ হতে পারত ৷ কিন্তু এখন তা হত্যাপ্রদেশ নামে পরিচিত হচ্ছে ৷ প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে দাবি করেন, অরাজক অবস্থা তৈরি হয়েছে গোটা রাজ্যে ৷

ঘটনার সূত্রপাত রবিবার সকালে ৷ উত্তরপ্রদেশের অন্যতম শহর সাহারানপুর ৷ সেখানকার মাধোনগরে এক সাংবাদিকের বাড়িতে ঢুকে খুনের ঘটনা ঘটে ৷ আশিস জানওয়ানি নামে হিন্দি দৈনিকের সাংবাদিককে খুন করে দুষ্কৃতীরা ৷ নিহত হন আশিসের ভাই আশুতোষও ৷ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান আশিসদের এক প্রতিবেশী মদের ব্যবসা করতেন ৷ যার জেরেই আশিসের সঙ্গে বিবাদের সূত্রপাত ৷ ব্যবসাটি বেআইনি বলে পদক্ষেপ শুরু করেছিলেন আশিস ৷ তখন থেকেই তিনি ওই প্রতিবেশীর নিশানায় চলে আসেন ৷ গতকাল এই বিবাদ চরমে ওঠে ৷ তখনই দুই ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটে ৷ গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

পুলিশ সুপার (শহর) ভিনীত ভাটনাগার জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে থাকা দুই প্রতিবেশীর নিজেদের মধ্যে থাকা বিবাদ থেকেই এই খুন ৷ তাঁর কথায়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ দোষীদের বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে ৷

উত্তরপ্রদেশে সাংবাদিক খুনের ঘটনা নতুন নয় ৷ ২০১৫ সালে খুন হয়েছিলেন সাংবাদিক যোগেন্দ্র সিংহ ৷ ২০১৬ সালে খুন হন করুণ মিশ্র নামে আরও এক সাংবাদিক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*