ভিতরে-বাইরে চাপে যোগী, নিচ্ছেন কড়া পদক্ষেপ

Spread the love

হাথরাসের ঘটনা সারা দেশের এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিরোধী রাজনৈতিক দল, সংবাদ মাধ্যম এরা তো ঘটনার তীব্র সমালোচনা করছেনই, স্বয়ং প্রধানমন্ত্রীও এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। এক কথায় ভিতরে ও বাইরে চাপের মুখে যোগী আদিত্যনাথ।

অবশ্য ঘটনায় তিনিও যারপরনাই ক্ষুব্দ, বিশেষ করে পুলিশ ও প্রশাসনের ভূমিকায় তিনি অসন্তোষ ব্যক্ত করেন। বলেন মহিলাদের উপর অত্যাচারের অবশ্যই কড়া শাস্তি প্রয়োজন। কোনোভাবেই এরকম ঘটনা বরদাস্ত করা যায় না। যেকোনো মূল্যে মহিলাদের উপর অত্যাচার ঠেকাতে হবে। সূত্রের খবর হাথরাসের ঘটনায় ডিএম এবং এসপি-র ভূমিকায় ক্ষুব্ধ ও বিরক্ত যোগী। যেকোনো সময় তাদের সরিয়ে দেওয়া হতে পারে। শুধু ডিএম, এসপিকে সাসপেন্ড করাই নয়, দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি দেওয়া হবে এরকমই বার্তা যোগীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*