সন্তান হারা বাবা মায়েদের নাটুকে বললেন এই মুখ্যমন্ত্রী

Spread the love

বিশেষ প্রতিনিধি,

বৃহস্পতিবার সকালেই কুশিনগরে ঘটেযায় মর্মান্তিক দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথে প্রাণ হারায় ১৩ জন খুদে পড়ুয়া। ট্রেনের সঙ্গে স্কুল ভ্যানের সংঘর্ষে এমনই ঘটনা ঘটে। স্থানীয় দুদহি রেলওয়ে ক্রসিংয়ে স্কুলের পড়ুয়া ভর্তি ওই ভ্যানটির সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। ভ্যান চালকেরও মৃত্যু হয়। আহত হয় ৮ জন।

আহত শিশুদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই সময়েই বিক্ষোভের মুখে পড়ে নিজের মেজাজ হারান মুখ্যমন্ত্রী৷ সন্তান হারা বাবা মায়েরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ চলে শ্লোগান৷

তখনই মেজাজ হারান মুখ্যমন্ত্রী৷ গোটা বিষয়টিকে নাটক বলে ব্যাখ্যা করেন৷ মাইক হাতে বলে ওঠেন এই নাটক বন্ধ করুন৷ শ্লোগান দেওয়া বন্ধ করুন৷ তিনি এখানে সমব্যাথী হতেই এসেছেন৷ এসব শ্লোগান শুনতে নয়৷ মাইক হাতে নিয়ে পরিস্কার জানিয়ে দেন তিনি৷

গোটা ঘটনার তীব্র সমালোচনা করে কংগ্রেস বলেছে এই ধরণের শব্দ ব্যবহার করার জন্য লজ্জিত হওয়া উচিত মুখ্যমন্ত্রীর৷ এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি৷ কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার দাবি নিজের পদের গুরুত্বকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, সন্তানহারা বাবা মাকে অপমান করেছেন৷

তবে এই ডামাডোলে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীর দপ্তর৷ তাদের সাফাই, এই নাটক শব্দটি মুখ্যমন্ত্রী উপস্থিত অভিভাবকদের জন্য ব্যবহার করেননি৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*