এখন বাংলায় শুধু গুন্ডারাজ চলছেঃ যোগী আদিত্যনাথ

Spread the love

কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন মানুষ ৷ বঞ্চিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের আমলে অনেকে চাকরি হারিয়েছেন ৷ বাংলায় এখন শুধুই গুন্ডাগিরি ৷ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে এইভাবেই আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর প্রশ্ন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যদি উত্তরপ্রদেশবাসী পান, তাহলে বাংলার মানুষ পাবেন না কেন?

নিজেই তার উত্তর দিয়েছেন তিনি ৷ বলেন, ‘‘জনকল্যাণে, উন্নয়নে কোনও রুচি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনি এই নিয়ে ভাবেন না ৷ বিমানবন্দর, রাস্তা, মেডিকেল কলেজ, এইমস কোনওটাই তৈরি করবেন না তিনি ৷ শুধু অরাজকতা চলছে ৷ এখন তো গেরুয়া কাপড় দেখে ভয় পান মমতা দিদি ৷”

আজ বক্তৃতা দেওয়া সময় তাঁর মুখে শোনা যায় রবীন্দ্রনাথ, নেতাজি, বঙ্কিমচন্দ্রের নাম ৷ যোগীর অভিযোগ , ‘‘একসময় বাংলাকে সম্প্রীতির রাজ্য মানা হত । মাথাপিছু বাংলার আয় ছিল শীর্ষে । এখন শুধুই গুন্ডারাজ।’’

ডবল ইঞ্জিন সরকার গড়ার ক্ষেত্রে সওয়াল করেন তিনি ৷ যোগীর আশ্বাস, ডবল ইঞ্জিন সরকার গঠিত হলে ছেলেমেয়ের চাকরি পাবেন ৷ কৃষকরা কিষাণ সম্মান নিধি পাবেন, মা-বোনেরা সুরক্ষা পাবেন, গরিবরা রেশন পাবেনন ৷ সেইসঙ্গে তিনি জানিয়ে দেন, যেখানে যেখানে জয় শ্রীরাম ধ্বনি বন্ধ করার চেষ্টা হয়েছে সেখানে মানুষ বারবার বিজেপিকেই নিয়ে এসেছেন৷ উত্তরপ্রদেশেও হয়েছে ৷ তাঁর বিশ্বাস, বাংলাতেও বিজেপিকে নিয়ে আসবেন সাধারণ মানুষ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*