আগামি বৃহস্পতিবার শুনানি রয়েছে রামমন্দির-বাবরি মসজিদ মামলার। তার আগেই ফের বিতর্কিত মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। এক সাধু সম্মেলনে তিনি জানান, ২০১৯ লোকসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে রামমন্দিরের নির্মাণের কাজ। তাই সাধুদের ধৈর্য রাখার উপদেশ দিলেন তিনি। আরও বলেন, আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক। এখানে বিচারবিভাগ, শাসনবিভাগ, আইনবিভাগ প্রত্যেকেরই নিজস্ব নিয়মকানুন ও দায়বদ্ধতা রয়েছে। সেইসব মেনে চলতে হবে। ভগবান রাম হলেন পুরুষোত্তম। তাঁর যখন দয়া হবে, সেদিন তৈরি হবে রামমন্দির। ততদিন পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। ওই একই সভামঞ্চ থেকে আরও একধাপ এগিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি বলেন, মুঘলশাসক বাবর কোনও আইনি নির্দেশ মেনে রামমন্দির ধ্বংস করেননি। তেমনি ১৯৯২-তে বাবরি মসজিদ ভাঙার সময়ও আদালতের নির্দেশাবলি মানা হয়নি। মন্দির ভাঙতে যেমন আদালতকে ডাকা হয়নি। গড়তেও আদালতের রায়ের প্রয়োজন নেই। লোকসভা ভোটের আগে ফের হিন্দুত্বের জিকির তুলছে মরিয়া বিজেপি, অভিযোগ বিরোধীদের।
Be the first to comment